Wednesday, July 29, 2015

ব্লগস্পট ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার পদ্ধতি

ব্লগস্পট ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার পদ্ধতি 

 

ব্লগস্পট ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার পদ্ধতি
ব্লগস্পট ব্লগের কাস্টমাইজেশনের ক্ষেত্রে অনেক সময় উইডগেট আইডি জানার প্রয়োজন হয়। কোন নির্দিষ্ট উইডগেটের সাজ-সজ্জা অর্থাৎ যেকোন পরিবর্তন করতে আপনার প্রয়োজন শুধু ওই নির্দিষ্ট উইডগেটকে কমান্ড দেওয়া। একটি ক্লাসে যেমন প্রতিটা শিক্ষার্থীর আলাদা আলাদা রোল নম্বর থাকে তাদেরকে চিহ্নিত করার স্বার্থে। ঠিক তেমনই আপনার ব্লগে যেহেতু একাধিক উইডগেট থাকে সেহেতু তাদেরকে পরিচালনায় স্বতন্ত্র আইডির প্রয়োজন হয়। ফলে কোন নির্দিষ্ট উইডগেটের আইডি কোড জানা থাকলে সহজেই সেটা কাস্টমাইজেশন সম্ভব। সেজন্য আজ নতুনদের জন্য লিখছি সহজেই আপনার ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার টিউটোরিয়াল, সাথে স্ক্রিনশট সহ।

  • প্রথমে ব্লগস্পট ড্যাশবোর্ডে লগিন করে Layout অপশনে যান।
  • সেখানে আপনার সকল উইডগেটগুলো দেখতে পারবেন। 
  • আপনি যে উইডগেটটির আইডি কোড জানতে চাচ্ছেন সেই উইডগেটে ছোট করে লেখা Edit লিংকটিতে ক্লিক করুন। 
ব্লগস্পট ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার পদ্ধতি
  • নতুন একটি পপ আপ বক্স আসবে। সেই বক্সের অ্যাড্রেস বারে নিচের স্ক্রিনশটের মত খুঁজে পাবেন কাঙ্ক্ষিত উইডগেট কোডটি। 
  • লিংকটি অনেকটা দেখতে হবে এরকমঃ  https://www.blogger.com/rearrange?blogID=8771815777216077914&action=editWidget&sectionId=sidebartab1&widgetType=null&widgetId=Label3

ব্লগস্পট ব্লগের যেকোন উইডগেট আইডি বের করার পদ্ধতি

  • লিংকটি লক্ষ্য করুন আমি রঙ দিয়ে দাগিয়ে দিয়েছি দুইটি কোড। অর্থাৎ widgetId= এর পর যা থাকবে সেটাই আপনার উইডগেট আইডি কোড। যেমন লিংকটিতে দেখুন আমার এই উইডগেটের আইডি কোডটি হল Label3
 এভাবে আপনিও আপনার উইডগেটের আইডি কোডটি জানতে পারবেন। আর প্রয়োজন মত সেই আইডি কোড দিয়ে সেই উইডগেটটি কাস্টমাইজেশনও করতে পারবেন। আশা করি এই সহজ টিউটোরিয়ালটি বুঝতে খুব কষ্ট হবেনা। তবুও কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।   

No comments:

Post a Comment